রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটের অদূরে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মো. আলাউদ্দিন (৭০) ও মহিষাপোতা গ্রামের দুলাল উদ্দিন হাওলাদারকে ( ৬০) আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মোহাম্মদ ইজাজুল হক ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। এর আগে অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নলশ্রী এলাকা থেকে আবুল কালাম (৬৫) নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের সশ্রম সাজা দেওয়া হয়। দুটি অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.