মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিতধঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি চোরাই গরুসহ এক গরু চোরকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) ভোর ৩টায় উপজেলার কলাবাড়ি বাজারের এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়। আটক গরু চোর উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সারোয়ার হোসেন(৪৫)।
উদ্ধারকৃত গরুর মালিক ভেলাইন গ্রামের পলাশ মার্ডি দুই জন সহ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে বাদি হয়ে এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়েছে, শনিবার ভোরে ঘুম থেকে জেগে দেখতে পাই, আমার গরু রাখার ঘরের দরজা খোলা এবং দুটি গরুর একটিও নাই।
এরপর স্থানীয়দের সাথে নিয়ে গরু খুঁজতে থাকি। এক পর্যায়ে বাসা থেকে কলাবাড়ি বাজার এলাকা দিয়ে গরু দুটি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় এক জনকে আটক করতে পারলেও সাথে থাকা বেশ কয়েকজন চোর পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দিলে তাঁরা এসে গরু উদ্ধার করে আটককৃত চোরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) এনামুল হক জানান, গরু দুটি উদ্ধার করে মালিকের জিম্মায় দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত একজনকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের কেউ আটকের জন্য অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.