আজকের ক্রাইম ডেক্স : বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একজন ইউপি সদস্য রাসেল হাওলাদার, কিন্তু পুলিশের ভাষ্যমতে তিনি ইয়াবা বিক্রির হাট চালান। তবে অবশেষে বিপুল পরিমানের ইয়াবা ও দেশীয়ও অস্ত্র সহ পুলিশের আটক হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে কাউনিয়া থানা পুলিশের অভিযানে ২ হাজার ৪শ’ ৯০পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১ লাখ ৩ হাজার ২শ’ টাকা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে রাসেল ও তার স্ত্রী শিরিন বেগমকে। রাসেল জনপ্রতিনিধি হয়েও মাদকের সাথে জড়িত থাকায় দ্রুত তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেল বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরে থাকা চায়ের ফ্লাস্ক থেকে বিপুল পরিমানের ইয়াবা, নগদ টাকা ও অস্ত্রসহ দম্পতিকে আটক করা হয়েছে।
তিনি আরো জানায়, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল মেম্বার ও তার পরিবার। পারিবারিক ভাবে মাদক ব্যবসা করেন তারা। শুধুমাত্র কাউনিয়া থানাতেই রাসেলের নামে মামলা আছে ১২ টি। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার নির্বাচিত হন রাসেল হাওলাদার। তার বাড়িটি এলাকায় ‘ইয়াবার হাট’ নামে পরিচিত বলে জানায় পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মেম্বার একজন জনপ্রতিনিধি হয়েও মাদকের সাথে জড়িত থাকায় দ্রুত রাসেলের বিরুদ্ধে মামলাসহ প্রশাসনিক ব্যবস্থা হবে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা বলেও হুশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.