মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ সোহাগ (২৩) নামের এক চোরাকারবারিকে করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি আটক করেছে।
বুধবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে স্বর্ণেরবারসহ তাকে আটক করা হয়।
আটক সোহাগ (২৩) শরীয়তপুর জাজিরা বুধেরহাট গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দর্শনা আইসিপি চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে দর্শনা আইসিপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল এবং চেকপোস্ট এ কর্মরত সদস্যরা নজরদারী বৃদ্ধিসহ গমনাগমনকারী যাত্রীদের বহনীয় লেগেজ ও অন্যান্য মালামাল গভীরভাবে তল্লাশী কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে বিকাল ৩ টার দিকে বাংলাদেশি পাসপোর্টধারী সোহাগ (২৩) নামে এক যাত্রীকে দেখে সন্দেহ হলে তার সাথে থাকা ল্যাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশী করে কিছু না পাওয়া গেলেও তার সাথে কথা বলে বিজিবি তল্লাশী দলের সন্দেহ হয়। পরবর্তীতে ওই যাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার শরীর এক্সরে করানো হলে শরীরের মলদ্বারে বিশেষ কায়দায় রাখা ধাতব জাতীয় বস্তু দেখতে পাওয়া যায়।
পরে ওই যাত্রীকে দর্শনা বিজিবি চেকপোস্টে এনে তল্লাশী করে মলদ্বারের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭শ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছে থাকা ১টি আইফোন ১৪ প্রো ম্যাক্স মোবাইল এবং ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে নায়েব সুবেদার আব্দুল জলিল বাদি হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে দর্শনা থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.