অনলাইন ডেস্ক
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আসকলানে শক্তিশালী অভিযানের হুঁশিয়ারি দিয়েছে হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসিম। সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা টেলিগ্রামে এ হুঁশিয়ারি দেন। খবর টাইমস অব ইসরায়েল।
বার্তায় মুখপাত্র বলেন, আসকলানের নাগরিকদের এলাকা ছাড়তে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো। স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে তাদের এলাকা ছাড়তে হবে।
টেলিগ্রামের এক বার্তায় বলা হয়েছে, ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করায় নতুন করে শক্তিশালী হামলা চালাতে যাচ্ছে আল কাসেম বিগ্রেড। অভিযান চালানোর আগে এসব লোকদের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দিল তারা।
এর আগে হামাসের এক সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেন, ফিলিস্তিন কোনো বেসামরিক লোকদের ওপর হামলা করছে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ইসরায়েলে হামাসের হামলায় বহু বেসমারিক লোক নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রতিবাদে হামাস এমন মন্তব্য করে।
হামদান বলেন, আপনাকে বসতি স্থাপনকারী এবং বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে...। আমি আশা করি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমাদের সেনাদের আরও উন্নত অস্ত্র সহায়তা দেবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.