শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন আরোহী পুলিশের এসআই জহুরুল ইসলাম (৩৮) ও তার বন্ধু মোনায়েম হোসেন (সুজন) (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি উপজেলার লক্ষীপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও লালপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মোনায়েম হোসেন সুজন। জহুরুল ইসলাম পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী হতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ওমর ফারুক পরিবহন নঁওগার দিকে যাচ্ছিলো সামনের দিক থেকে আসা দুই জন যাত্রীসহ একটি মোটরসাইকেল বিরামপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার।
তিনি জানান, বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্ ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেই। পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে এসেছে। সেই সাথে স্থানীয় জনতা কতৃক আটককৃত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.