অনলাইন ডেস্ক
বর্তমান সময়ে অর্থ কিংবা মূল্যবান সম্পদ রাখতে ব্যাংককে সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়। সে চিন্তা থেকেই মেয়ের বিয়ের জন্য তিলে তিলে জমানো ১৮ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ টাকা ব্যাংকের লকারে রেখেছিলেন এক নারী; কিন্তু বিধিবাম। সম্প্রতি লকার খুলে দেখেন, সেখানে রাখা সব টাকা খেয়েছে উইপোকা। লকারে পড়ে আছে ধুলার মতো অবশিষ্টাংশ।
এনডিটিভির এক প্রতিবেদন বলছে, ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা অলকা পাঠক পেশায় ব্যবসায়ী এবং গৃহশিক্ষক। গত বছরের অক্টোবরে বারোদা ব্যাংকের আশিয়ানা ব্রাঞ্চের এক লকারে মেয়ের বিয়ের জন্য জমানো ১৮ লাখ রুপি রেখেছিলেন তিনি। সম্প্রতি ওই ব্যাংক থেকে তার সঙ্গে যোগাযোগ করে লকারের চুক্তি নবায়নের অনুরোধ করা হয়। সেই জেরে গত সোমবার ব্যাংকে যান অলকা। সেখানে লকার খুলতেই তার চোখ যেন কপালে ওঠে। দেখেন, উইপোকার আক্রমণে সব নোট নষ্ট হয়ে গেছে। ওই ব্যাংকের ম্যানেজার জানান, উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.