শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ শনিবার দুই দিন পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান ইমিগ্রেশন কতৃপক্ষ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ দুই দিন বন্ধ থাকার পরে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। সেই সাথে বন্দর অভ্যান্তরীন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.