রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে “রুখো আমেরিকা রুখো বিএনপি-জামায়াত” স্লোগানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখার দাবীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বানারীপাড়া বন্দর বাজারসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে বানারীপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, ফায়জুল হক বালী ফারাহীন, জহুরুল ইসলাম টুটুল, এইচ,এম হারুন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল ইসলাম,বরিশাল জেলা কমিটির সহ- সভাপতি আলমগীর হোসেন মৃধা,সদস্য জাহিদ হোসেন খান ফারুক, বানারীপাড়া উপজেলা যুবমৈত্রী আহবায়ক হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টি চলমান লড়াইয়ে দেশের সকল অস্প্রদায়িক গনতন্ত্রমনা জনগণকে ঐক্যবদ্ধ করে বিএনপি জামাতসহ সাম্রাজ্যবাদী আমেরিকার সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে সাংবিধানিক ধারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হবে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.