ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সুগন্ধা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ৬ জনকে আটক করেছে প্রশাসন। আটক ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবহিত করি। এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় জানান আটক ৬ জনকে বালুমহাল আইনে কারাদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে একজনকে তিনমাস এবং বাকিদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়ছে।
আটককৃত দণ্ডপ্রাপ্তরা হলো পটুয়াখালীর কেশবপুরের হানিফ হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৪৭),পটুয়াখালীর কেশবপুরের হাকিম হাওলাদারের ছেলে আঃ রহিম হাওলাদর (৫০),নেছারাবাদের কদমবয়া গ্রামের আঃ ছালামের ছেলে ইমাম হোসেন (২২), নেছারাবাদের কদমবয়ার কাধ্যন'র ছেলে সুজন (১৯),বাকেরগঞ্জের বিহারীপুর গ্রামের শাহালম হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (২৪) এবং বদরগঞ্জের সাতবুনিয়া গ্রামের বজলু হাওলাদারের রাসেল হাওলাদার (২১)।
এব্যাপারে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে অবৈধভাবে সুগন্ধা নদী থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। খবরে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৬ জনকে আটক করে শাস্তি প্রদান করা হয়েছে। ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.