মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রিতিনিধিঃ
গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে দিনাজপুরের ঘোড়াঘাটের করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।সেই সাথে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। এতে উপজেলার বুলাকীপুর, ইউনিয়নের শালিকাদহ,কুলানন্দপুর শ্রীচন্দ্রপুর,কৃঞ্চরামপুর, জয়রামপুর, সিংড়া ইউনিয়নের ডাঙ্গা,মারুপাড়া,ভেলামারী, সাতপাড়া,গোবিন্দপুর,ভর্নাপাড়া,গুয়াগাছী,কুমুরিয়া,রিষিঘাট,খাইরুল,রামনগর, ও পৌরসভার নদী তীরবতী শ্যামপুর, লালমাটি,ঘোড়াঘাটসদর, ও বালুসহ কয়েকটি গ্রামের নিম্মাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এদিকে করতোয়া নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে।
এসব এলাকার লোকজন জানিয়েছেন, বন্যায় উঠতি ফসল সহ শতশত বিঘা ফসলি জমি ও আমন ধান তলিয়ে গেছে ।
ঘোড়াঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে পানি বৃদ্ধি অব্যবাহত রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা ভযাবহ আকার ধারন করতে পারে বলে আশংকা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.