মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রিতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে নিখোঁজের ৩১ ঘন্টা পর ভেসে উঠলো আদিবাসী কিশোর স্বাধীন বাস্কের(১২)‘র লাশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সনধ্যা ৬টায় স্থানীয় লোকজন উপজেলার সিংড়া ইউনিয়নের করতোয়া নদীর তীরবর্তী ভাঙ্গাপাড়া গ্রাম এলাকা থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
এর আগে বুধবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্যা কবলিত এলাকায় ১৫ থেকে ২০ জনের আদিবাসী ছেলে ইঁদুর ও শিঁয়াল শিকার করতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয় স্বাধীন বাস্কে। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সে সময় ওই কিশোরের সন্ধান না পেয়ে সেদিনের জন্য অভিযান সমাপ্ত করে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো অভিযান শুরু করে বেশ কয়েক ঘন্টা ্অভিযান চালানোর পর লাশ না পেয়ে অভিযান সমাপ্ত করে চলে যায় ডুবুরি দল। পরে সনধ্যায় স্থানীয় লোকজন ওই জলবদ্ধ এলাকা থেকে ভাসমান অবস্থায় স্বাধীন বাস্কের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.