শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে সাঁতার কেটে করতোয়া নদী পার হতে গিয়ে স্বাধীন বাস্কে (১৫) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নে ডাঙ্গা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ স্বাধীন বাস্কে(১৫) উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বিন্যাগাড়ী আদিবাসী এলাকার সোমায় বাস্কের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালের দিকে কিছু আদিবাসী যুবক পাখি ও প্রাণী স্বীকার করতে আসে। এ সময় কিছু যুবক সাঁতার কেটে নদীর পার হয়ে যায় আর পিছনে থাকা এক যুবক পানিতে ডুবে যায়। পরে তার সহকর্মীরা ঘোড়াঘাট ফায়ার-সার্ভিসকে খবর দেয়।
ঘোড়াঘাট ফায়ার-সার্ভিস ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনা স্থলে যায় এবং ডুবুরি কে খবর দেওয়া হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.