জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান
বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ করছে। বাস দুটি রাস্তার পাশে সরানো হয়েছে। বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক আছে।স্টেশন কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা পাসপোর্টে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.