ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে আমাদের ভূমিকা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্যবৃন্দ এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সেচ্ছাসেবকগণ ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সভাপতি ড. কামরুন্নেছা আজাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টেশনের কার্যক্রম শুরু হয়। ওরিয়েন্টেশনে সদস্যবৃন্দ জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস্, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে বাঁধাসমূহ: বাংলাদেশ প্রেক্ষিত, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জাতীয় শুদ্ধাচার কৌশলের ভূমিকা, জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সেচ্ছাসেবকদের ভূমিকা ইত্যাদি বিষয়ে ধারণা লাভ করেন। ওরিয়েন্টেশনের সহায়তাকারী হিসেবে ছিলেন টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী সনাক সদস্যরা হলেন শিমুল সুলতানা হেপী, ছালেক আজাদ খান, গৌতম বনিক, মো. নজরুল ইসলাম তালুকদার, সুজিত কান্তি বোস, কবিতা হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত, সবুর খান সবুজ, হামিদা খানম, ইয়াসমীন আক্তার কচি। এছাড়া ইয়েস গ্রুপের দলনেতা রিমন মাহমুদ, সহদলনেতা মো. শাহরিয়া পাপন, খান জাহান রিমন, সাথি আক্তার, মো. রাব্বি সিকদার, জিহাদ হাওলাদারসহ ৪৩ জন ইয়েস সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিআইবি ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.