অনলাইন ডেস্ক
জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এ কথাটি আমি মানি না। আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই বলেন, জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধুকে খুন করেছেন, জড়িত ছিলেন অথবা জানতেন। এসব মুখে না বলার চেয়ে মামলা দিয়ে সাক্ষী প্রমাণে মরণোত্তর ফাঁসি দিলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি কোনো মুক্তিযোদ্ধাই নন, পাকিস্তানিদের এজেন্ট এ কথা বলে মুক্তিযোদ্ধাদের ছোট করা ভালো না।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে দারিয়াপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এসব কথা বলে।
তিনি বলেন, বিএনপির ভাইয়েরা হাওয়া ভবন বানিয়েছিল কিন্তু আওয়ামী লীগও খাওয়া ভবন কম বানায় নাই। একবারের জন্যও বিএনপি বলেনি হাওয়া ভবন করা আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে- মাফ চাই।
ড. কামাল হোসেন সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, আমার জীবনের সবচেয়ে বড় ভুল তাকে নেতা মেনে সবার পরে তার পেছনে গিয়েছিলাম, তিনি বিএনপির সঙ্গে জোট করেছিলেন। কিন্তু তিনি কোনো বড় নেতা নন। আমি যেমন সবার পরে জোটে গিয়েছিলাম তেমনি নির্বাচনের এক মাস পরে আমি জোট ছেড়ে দিয়েছি।
দেলোয়ার হোসেন নবীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন-নবী-সোহেল, দুলাল হোসেন, সানোয়ার হোসেন সজীব, সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন প্রমুখ বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.