ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে শনিবার সকাল সাড়ে দশটার দিকে জাপান টোবাকোর সেলসম্যান পটুয়াখালী বাউফল মদনপুর গ্রামের আকবর আলী হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম (৪২)কে ঢাকা মেট্রো ঘ ১৫-৫৩৩৪ গাড়িটি চাপা দেয়। গাড়ির চাপায় জহুরুল ইসলামের একটি পা ভেঙে প্রচুর রক্ত খনন হয়। জহুরুল ইসলাম জাপান টোবাকোর ঝালকাঠির সেলসম্যান হিসেবে চাকুরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে দাড়িয়ে জাপান টোবাকোর মালামাল সরবরাহ করেছিল সেলসম্যান জহুরুল ইসলাম ঝালকাঠি কলেজ রোড থেকে আসা একটি প্রাইভেট কার তাকে চাপা দেয় দোকানের মালামাল ও পড়ে যায় এ ঘটনায় দুইজন লোক আহত হয়। মারাত্মক আহত হন জাপান টোয়াকোর সেলসম্যান জহুরুল ইসলাম। অন্যজনের তেমন কোন সমস্যা হয়নি।
এলাকাবাসী উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের রেফার করেন।
প্রাইভেট কার চালক দুর্ঘটনার পর গাড়ি রেখে পালিয়ে যায়। প্রাইভেট কার টি পুলিশ হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.