ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটিতে আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চোর চক্রের কাছ থেকে চোরাই কৃত গরু এবং একটি পিকআপ উদ্ধার করা হয়।
আসামিরা হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ ইউনিয়নের ঝন্টু হাওলাদার (৩৮), ও বরিশাল ২৬ নং ওর্য়াড কালিজিরার বাসিন্দা আঃ কাদের জমাদারের ছেলে মোঃ আশিকুর রহমান (২৮)।
গরু চুরির ঘটনার মামলার বাদী নলছিটি উপজেলার বাসিন্দা মোঃ শামিম হাওলাদার বলেন ১৪ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাতের খাবার খেয়ে গোয়াল ঘরে গরু দেখে ঘুমিয়ে পড়ি। পরের দিন ১৫ ই সেপ্টেম্বর শুক্রবার ভোররাত পোনে পাঁচটার দিকে ফজরের নামাজ পড়তে উঠলে গোয়াল ঘরে গরু না দেখে নলছিটি থানায় একটি চুরির মামলা দায়ের করি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.আতাউর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো: শহিদুল ইসলামের নেতৃত্বে চোরদের গ্রেফতারে অভিযান শুরু করেন।পরবর্তীতে পটুয়াখালীর দুমকি থানা পুলিশের সহযোগিতায় নলছিটি থানা পুলিশের টিম অভিযান পরিচালনা করে চোরাই গরু উদ্ধার করে এবং চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ সহ আসামিদের গ্রেফতার করে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. আতাউর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.