১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির সদর উপজেলায় খাল থেকে ময়ূরী আক্তার (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার খাল থেকে ভাসমান অবস্থা ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর থেকে ময়ূরী নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সাড়ে ১১ টার দিকে তেতুলতলা বাজারের পাশে খাল থেকে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে।পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। কিশোরী ময়ূরী আক্তার ওই এলাকার সৈয়দ আলী খানের মেয়ে।
স্থানীয়রা জানান, কিশোরী ময়ূরী শারীরিক মানসিক ও ভারসাম্যহীন ছিল। হয়তো গতকাল কোন এক সময় বাড়ির পাশে খালে পড়ে যায় । স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেছে সন্ধান পায়নি। আজ শুক্রবার সকালে মৃতদেহ খালে বাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওসি নাসির উদ্দীন সরকার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীর মরাদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরাদেহটি হস্তান্তর করা হয়েছে।