সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অর্ধ গলিত অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির আনুমানিক(৩৫)মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।রবিবার(১০ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুর্ব দোহলপাড়া গ্রামের স্পার বাধের প্রায় সাতশত গজ ভাটিতে জামালের বাড়ী সংলগ্ন তিস্তা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এলাকাবাসী সুত্রে জানা যায়,রবিবার দুপুরে স্থানীয়রা ওই স্থানে অর্ধ গলিত একটি মরদেহ পোকা-মাকড় খাচ্ছিলেন এমনটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেন।এ সময় মরদেহটির পুরো শরীরের মধ্যে কোমরে শুধুমাত্র গামছা সমতুল্য একটি কাপড় ছিলো।মরদেহটিতে পচন ধরায় কেউ পরিচয় সনাক্ত করতে পারেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান জানান,তিস্তার পানির স্রোতে একটি মরদেহ ভেসে এসে নদীর তীরে আটকে যায়। স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার(১১ সেপ্টেম্বর)সকালে নীলফমারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।মরদেহটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় সনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে।
তবে বেওয়ারিশ এই মরদেহটি ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন করানো হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.