বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় অজ্ঞাত নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক লাশ উদ্ধারের ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, স্থানীয় চৌকিদার সুনীল হালদারের মাধ্যমে ১১ সেপ্টেম্বর সোমবার ভোরে খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পয়সারহাট এলাকার পূর্ব পাশে মহাসড়কের উপর পরে থাকা অজ্ঞাতনামা (৫০) নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর শরীরে জখমের দাগ রয়েছে। অজ্ঞাতনামা ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি ওই এলাকা দিয়েই ঘোরাফেরা করতেন।এ ঘটনায় প্রাথািমকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।ওসি আরও জানান, একই দিন সকালে খবর পেয়ে দক্ষিণ সেরাল গ্রাম থেকে স্থানীয় সিরাজ মৃধার ধান ক্ষেত থেকে ওই গ্রামের সেকেন্দার ভূইয়ার ছেলে নান্নু ভূইয়া (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, সিরাজ মৃধা ইঁদুরের কবল থেকে তার ধান ক্ষেত বাঁচাতে নিজের জমিতে কারেন্টের ফাঁদ পাতে। ১০ সেপ্টেম্বর রবিবার রাতে মাছ ধরতে শিকার করতে গিয়ে কারেন্টের ওই ফাঁদে পরে মারা যায় নান্নু ভূইয়া। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। নান্নুর লাশ উদ্ধার করে ১১ সেপ্টেম্বর সোমবার সকালেই বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.