মোঃ রাজু আহম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধি ঃ
মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা বাজারের আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে টল ঘর নির্মাণ কাজ না করার জন্য সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মার্কেট মালিক ও ব্যবসায়ীদের পক্ষে প্রবাসী হেমায়েত শিকদারের বাবা সোবাহান শিকদার।
১০ সেপ্টেম্বর ২০২৩ সকালে ডাসার উপজেলার রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ বিষয়ে নির্মাণ কাজ না করার জন্য মাদারীপুর জেলা প্রশাসক, এলজিইডি প্রকৌশলী, ডাসার উপজেলা নির্বাহী অফিসার ও কালকিনি উপজেলা প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় মার্কেটের মালিক সোবাহান শিকদার, নুরুজ্জামান তালুকদার, আল-ব্যাংক কতৃপক্ষ আবু ইউসুফ, দোকান মালিকদের পক্ষে সৈয়দ রেজাউল করিম সুমন।
সংবাদ সম্মেলনে সোবাহান শিকদার জানান- মাদারীপুর ডাসার উপজেলার ভুরঘাটা- শশিকর রাস্তার ধামুসা বাজারের উত্তর পাশে আমার ছেলে হেমায়েত শিকদারের ব্যাক্তি মালিকানাধীন সম্পত্তিতে শিকদার মার্কেট অবস্থিত। কিন্তু শোনা যাচ্ছে ডাসার ধামুসা বাজার পরিচালনা কমিটি টলঘর নির্মাণের জন্য কালকিনি উপজেলা প্রকৌশলী বরাবর একটি রেজুলেশনের কফি জমা দেয় উক্ত রেজুলেশনের বিপক্ষে আমরা একটি লিখিত অভিযোগ করি যাতে লেখা হয়েছে, সিকদার মার্কেটের সামনে এল জিইডি কর্তৃপক্ষ একটি পাকা টলঘর স্থাপনা করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে টলঘর নির্মাণ করা হলে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের তৈরী করা বাজার পরিবেশ নষ্ট হয়ে যাবে। যার কারনে আমাদের অপুরনীয় ক্ষতি সাধন হবে। এলাকার সুবিধার্থে ও বাজার বড় করতে টলঘরটি সিকদার মার্কেটের পশ্চিম পাশে ৩০ ফিট দূরে সরকারি খাস খতিয়ানের ৩৩ নং ধামুসা মৌজার ৭৩৫ নং দাগে টলঘরটি নির্মান করা হলে আল আরাফাহ ইসলামী ব্যাংক, দোকান ব্যবসায়ী, স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও যান বাহনের চলাচলে সুবিধা হবে। টলঘর নির্মাণ কাজ বন্ধ করার দাবিতে আমরা মার্কেটের দোকান মালিক হিসেবে সরকারের কাছে জোর দাবি জানাই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.