শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে গাছ কাটতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর)দিনাজপুরের বিরামপুরে বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড মির্জাপুর মন্ডব মন্দির নামক স্থানে এমন ঘটনা ঘটেছে।
উক্ত নিহত রশিদুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামের মো. অছির উদ্দিনের ছেলে। এবিষয়ে নিহতের সহকর্মী আফজাল হোসেন জানান,মঙ্গলবার সকাল থেকে কয়েকজন শ্রমিকসহ উক্ত মন্দিরের বড় পাইকড় গাছ কাটতে থাকে । বিকেল ৪ ঘটিকার সময় গাছের অধিকাংশ ডাল কাটা হয়ে যায়। সাড়ে ৪ টার দিকে নিহত রশিদুল ইসলাম একটি ডাল কাটার সময়
হঠাৎ একটি বড় ডাল ছিটকে পড়ে নিহতের মাথায় আঘাত পেয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার জানান,পৌর শহরে মন্দিরের গাছ কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এবিযয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রশিদুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.