ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর স্কুল,কলেজ ও মাদ্রাসার বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার(৫ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (এমপি)
আমির হোসেন আমু বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে গ্রাম গঞ্জের প্রতিটি স্কুলে গুলোতে মাল্টিমিডিয়া পৌঁছে গেছে এবং, এর মাধ্যমেই প্রমানিত হয় শিক্ষার ব্যাপক প্রসার ঘটছে। সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে শতভাগ শিক্ষার হার বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোহাম্মদ শাহআলম,নলছিটি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিয্দ্ধোা মো.সিদ্দিকুর রহমান,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর বিজয়ী অধ্যক্ষ,সুপার,শিক্ষক, শিক্ষার্থীর হাতে পুরস্কারের ক্রেষ্ট ও সম্মাননা স্বারক তুলে দেন প্রধান অতিথি আমির হোসেন আমু(এমপি)। এর আগে তিনি উপজেলার পৌর এলাকার লঞ্চঘাটে অবস্থিত নব নির্মিত সবজি বাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.