বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জে আড়িয়াল খাঁ ও সুগন্ধা নদীর ভাঙন পরিদর্শন করেছেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সোমবার বিকালে ট্রলার যোগে উপজেলার আড়িয়াল খাঁ নদীর মীরগঞ্জ ফেরিঘাট থেকে ছোট মীরগঞ্জ বাজার পর্যন্ত ও সুগন্ধা নদীর ভাঙনে ঝুকিপূর্ণ রহমতপুর - মীরগঞ্জ সড়কের ক্ষুদ্রকাঠী এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আজ ভাঙন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে বাস্তবা চিত্র দেখে গেলাম। আমরা নদী ভাঙন প্রতিরোধে একটা প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রেরণ করবো। পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরিশাল সদর আসন-৫ এর সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম আমরা তাকেও অবহিত করবো। এছাড়া আড়িয়াল খাঁ নদীর সাম্প্রতিক ভাঙনে মীরগঞ্জ এলাকায় রহমতপুর ও চাদপাশা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পরায় বিকল্প সড়ক তৈরির জন্য পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে। এব্যপারে ইউএনও বাবুগঞ্জ কে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি দ্রুত ভাঙন প্রতিরোধে কাজ শুরু হবে'।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মুলাদী জাতীয় পার্টির সভাপতি হারুন অর রশিদ, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, ওবায়দুল ইসলাম, মোঃ সুমন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.