জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মরতুজা আবেদিনের ওপর সন্ত্রাসী হামলা ও লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।তিনি এই ঘটনার জন্য বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।মঙ্গলবার এক প্রতিবাদ লিপিতে মুজিবুল হক চুন্নু বলেন, গতকাল বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর মরতুজা আবেদীন ব্যক্তিগত কাজে বরিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে যান। এসময় বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জাতীয় পার্টির নেতা মরতুজা আবেদীনের ওপর সন্ত্রাসী হামলা চালান। মান্না বাহিনী তখন জাতীয় পার্টি নেতা মরতুজা আবেদীনের লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেয়ার অপচেষ্টা করে। পুলিশের হস্থক্ষেপে মরতুজা আবেদীন জীবনে বেঁচে যান।
প্রতিবাদ লিপিতে জাতীয় পার্টি মহাসচিব আরও বলেন, বরিশালে জাতীয় পার্টি নেতা মরতুজা আবেদীনের ওপর শ্রমিক লীগের সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না। শ্রমিক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে দলবলসহ বরিশাল মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করতে হবে বলে জানিয়াছেন জাতীয়পার্টির মহাসচিব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.