ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে খালে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে ।
দীর্ঘদিন একটি চক্র রাতের আধাঁরে নলছিটি উপজেলার বিভিন্ন খালে অবাধে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইসমাইল তালুকদার জানান, পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সারদলের খালে দীর্ঘদিন ধরে একটি চক্র এই কাজ করে আসছে। তারা মাঝরাতে ভাটির সময়ে খালের এক প্রান্তে বিষ প্রয়োগ করে অন্তপ্রান্তে জাল পেতে রাখেন। এই বিষ প্রয়োগের ফলে মাছের পোনাসহ পানিতে বাসকারী সব ধরনের প্রানীই মারা যায়। যা পরবর্তীতে খালে ভেসে থাকতে দেখা যায়। এর ফলে মাছের রেনু পোনা ধবংস হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে।
আরেক বাসিন্দা সোহাগ হোসেন বলেন, খালে বিষ প্রয়োগের ফলে মাছের বংশ ধবংসের পাশাপাশি এই বিষ পানিতে ছড়িয়ে পড়ছে। অনেক পরিবারের লোকজন পারিবারিক কাজে খালের পানি ব্যবহার করেন তারাও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এই চক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসা উচিত।
নলছিটি মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি জানান, আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেনি। তবে এই ধরনের কাজ মাছের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং আইনত দন্ডনীয় অপরাধ। এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.