শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে এক আদিবাসীর বাড়িতে ডিবি পুলিশের পরিচয়ে পাঁচ সদস্যের একটি দল সুবিধা আদায়ের সময় মহল্লাবাসি দলের মেহেরাব বাবু (২৩) নামে ভূয়া একজনকে আটক করছে। বাঁকি চালজন পালিয়ে গেছে বলে এলাকাবাসিরা জানিয়েছেন। আটক ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী মেহেরাব বাবু উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া এলাকার মোফাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলার পৌর এলাকার মাহমুদপুর আদিবাসী মহল্লায় হুপেন মাঝির ছেলে রবেন মুরমুর বাড়িতে অর্থনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে আটক মেহেরাব বাবু সহ পাঁচজনের একটি ভূয়া ডিবি পুলিশের দল বাড়ির সদস্যদের চাপ প্রয়োগ করে। এসময় প্রতিবেশীরা তাদের গতিবিধিতে পুলিশি ভাবের অমিল লক্ষকরে তাদের পরিচয় বিষয়ে চ্যালেঞ্জ করলে তারা দলছুটের চেষ্ঠা করে। এ সময় মহল্লাবাসিরা মেহেরাব বাবুকে আটক করলে অন্যান্য চারজন দ্রুত পালিয়ে যায়। বিষয়টি আদিবাশী মহল্লা থেকে থানায় খবর দিলে খবর পেয়ে থানা উপ-পুলিশ পরিদর্শক(এস আই) তাজুরুল ইসলাম সঙ্গীয় সৈনিকসহ ঘটনাস্থলে এসে আটক মেহেরাব বাবুকে জিজ্ঞাসা বাদে ভূয়া ডিবি পুলিশ সদস্য প্রমাণিত হলে তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূয়া ডিবি পুলিশের পরিচয় প্রদানকারী আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.