মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসীদের আর্থ সামাজিক, শি¶া ও সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে সিংড়া ইউনিয়নের মারিয়ামপুর মিশন স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর ধর্ম সভার ডিডি ডা. বিশপ সেবাস্টিয়ান টুডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবু সুশান্ত কুমার মাহাতো।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক , ঘোড়াঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক সাজ্জাদ হোসেন, দিনাজপুর ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরবিন বাকলা এবং ঘোড়াঘাট উপজেলা হিন্দু,বোদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত সহ বিভিন্ন আদিবাসী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভায় আদিবাসী নেতারা নিজেদের সাংস্কৃতিক ও শি¶ার মান উন্নয়নে সরকারকে আরো বিশেষ নজর দেওয়ার জন্য আহŸান জানান। পাশাপাশি নিজেদের ভ‚মি র¶ায় প্রশাসনের সহযোগীতা প্রত্যাশা করেন।
উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে আদিবাসীদের জন্য সরকারের নেওয়া বিশেষ উদ্যোগ গুলো তুলে ধরেন এবং আদিবাসী স¤প্রদায়ের লোকজনকে সব ধরণের সেবা ও সাহায্য প্রদানে আশ্বস্ত করেন।
আলোচনা সভায় আদিবাসী স¤প্রদায়ের প্রায় ৫ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.