সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে চুরি করা গরু জবাই করে বিক্রির সময় ৬ গরু চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও পিকআপসহ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।
আটক কৃতরা হলেন, দুমকি উপজেলার লেবুখালী ইউপির করিম হাওলাদার (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির দাওকাঠী মোঃ রানা খান (২৪), মোঃ আলম ভূঁইয়া (৩০), গারুলিয়া এলাকার মোঃ বশির হাওলাদার (২৬), রুনসি এলাকার মোঃ এখলাছ হাওলাদার (১৯) উত্তর নলুয়া এলাকার কাওসার সিকদার(২৮)।
এসময় আসামীদের কাছ থেকে ১টি কালো ও হালকা লাল রং এর ষাড় গরু, জবাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি চাকু, ১টি পালসার মটর সাইকেল, ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়। শুক্রবার রাতে দুমকি থানার এসআই মোঃ আবুল কালাম ও এএসআই মোঃ আরিফুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন।
দুমকি থানার ওসি তারেক মোঃ আবদুল হান্নান বলেন, আটক কৃতদের বিরুদ্ধে মামলা রজ্জু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.