ঝালকাঠি প্রতিনিধি :বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্বদেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন। ও সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) কেন্দ্রীয় কমিটি মাহবুবুল হক নান্নু।
কেন্দ্রীয় কমিটির মহিলাদের সদস্য ঝালকাঠি জেলা মহিলাদের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল।
র্যালীতে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা উপস্থিত ছিলেন।
র্যালী শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদস্য সচিব এ্যাড.শাহাদাৎ হোসেন তিনি নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার আহবান জানান।এবং যাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে তাদের দলের সাথে একত্রে কাজ করার আহ্বান জানান।
র্যালীতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাস্তায় মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল।
র্যালী শেষে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ আগামীদিনে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠিত ও সরকার বিরোধী আন্দোলন সফল করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.