শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহি আকাশ ইন্টারপ্রাইজ বাস ও মোরটসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক মাদ্রাসা শিক্ষার্থী মানিক(১৫) নামে এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপর শিক্ষার্থী আকতারুজ্জামান (১৬) গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মানিক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের মোস্তাফিজুর রহমান ছেলে ও আহত আকতারুজ্জান একই এলাকার ইয়ার আলীর ছেলে।
বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ মনিরুজ্জামান জানান, ৩১ আগষ্ট বৃহস্পতিবার বিকেল চারটার পরে বগুড়া থেকে ছেড়ে আসা মেইলবাস আকাশ ইনটারপ্রাইজ ঘোড়াঘাট পেরিয়ে বিরামপুর প্রবেশের সময় উপজেলার দিওড় বটতলী নামক স্থানে শিয়ালার পকেট রাস্তা থেকে পাকা রাস্তায় চালকসহ দুইজন মোটরসাইকেলে প্রবেশের সময় বাসে পিষ্টহয়ে মোটর সাইকেল চালক মাদ্রাসা শিক্ষার্থী মানিক ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় মোটরসাইকেলের অপর শিক্ষার্থী আকতারুজ্জান গুরুতর আহত হয়েছে।
ঘটনাস্থলে নবাবগঞ্জ উপজেলার চেরাগপুরের আব্দুল জলিলের ছেলে মোঃ তহিবুর রহমান জানান, আহত ও নিহত দুই বালক একই সাথে স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থী। বিকেলেই এক প্রতিবেশীকে দাফনের সময় তারা সবার সাথে দাফনে অংশগ্রহন শেষে বিরামপুরে প্রবেশের সময় ঘটনাস্থলে সড়ক দূর্ঘটনার শিকার হয়।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সূব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘাতক বাসের চালক ও সহকারি কাউকেই গ্রেফতার করা সম্বব হয়নি। বাসটি জদ্ব করে থানায় নেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.