মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
"সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন" এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ণ সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও এসিল্যান্ড মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল ্অফিসার ডাঃ পার্থ জিম্ময় সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা ্অফিসার মোঃ আঃ সাত্তার সরকার,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ওসি তদন্ত এনামুল হক।প্রাথমিক শিক্ষা ্অফিসার আশরাফুল ইসলাম।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, জনপ্রতিনিধি ,মুক্তিযোদ্ধা,ও গনমাধ্যম কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারের জনবান্ধব কার্যক্রমের মধ্যে অন্যতম সর্বজনীন পেনশন স্কিম। এ সম্পর্কে জন সাধারণকে সচেতন করার লক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় পেনশন স্কিম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, জেলা প্রশাসক (এডিএম) মোঃ মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.