বি এম মনির হোসেনঃ-
৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়ার পারিবারিক আয়োজনে প্রতি বছরের মতো এ বছরও জাতীয় শোক দিবসে দোয়া -মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।’৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যার পরে যখন কোথাও জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ বা কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়নি সেই সময় থেকে এই বাড়িতে দোয়া মোনাজাত অনুষ্টিত হয়ে আসছে। আজ বুধবার বাদ যোহর দোয়া-মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক কুলের নয়ন মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, যুগ্ম সম্পাদক মোঃ সাইদুল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, সুজনকাঠী সমাজ কল্যান সংসদের সভাপতি মোল্লা আজিম হোসেন বাদল ও আয়োজক ছরোয়ার দাড়িয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে ১৫ আগষ্ট শাহাৎবরণকারী নিহত সকল শহীদদের স্মরনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ। পরে আগত সবাইকে খাবার পরিবেশণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.