শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরম তেলে দগ্ধ বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যা খুসি মণী (১২) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অভিভাবকগণ অভিযোগ করেছেন। আর্থিক অনটন থাকায় শিশুটির সঠিক ভাবে ঔষধ কিনতে পারছেনা বলে তার পিতা অভিমত ব্যক্ত করেছেন।
হাসপাতালে গিয়ে বাক ও শারীরিক গরম তেলে দগ্ধ শিশুটির অভিভাবকবৃন্দ জানান, উপজেলার জোতবানি ইউনিয়নের ধনসা গ্রামের হতদরিদ্র সাইদুল ইসলামের বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশু কন্যা খুসি মণী বাড়ির সদস্যদের অগোচরে গত ২৭ আগস্ট রবিবার সকাল দশটায় বাড়ির রান্নাঘরে গরম তেলের কড়ায়ে পড়ে মুখেমন্ডলের বামপার্শের গাল ও চোখের উপরে পুড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। গরম তেলে পড়ে শিশুটির বাম চোখটি আঁঘাত পেয়ে বন্ধ হয়েছে। এই মূহুর্তে চোখের চিকিৎসাসহ ক্ষতস্থানের চিকিৎসা প্রয়োজন। সে এখন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.