ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির সুগন্ধা নদীতে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় মাটি কাটা একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এসময় ট্রলারে থাকা ৬ জন শ্রমিককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন দুইজন।
শনিবার (২৬ আগস্ট)রাত সাড়ে আটটার দিকে সুগন্ধা নদীতে দিয়াকুল এলাকায় এ ঘটনায় ঘটে।
শ্রমিকরা হলেন,বরগুনা জেলার আমতলী উপজেলার মানিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৫), মোসলেম মালের ছেলে মোঃ জাকির মাল (৪৫), তালতলী উপজেলার আব্দুর রহিম মোল্লার ছেলে মোঃ হাসান মোল্লা (২৭),তৈয়ব আলী জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার (৪০), আব্দুর রাজ্জাকের ছেলল মাসুম (২৫) ও নোয়াখালীর হাতিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে রাসেল (২৪)।
খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতদের দেখতে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন সদর থানার অফিসার্স ইনচার্জ( ওসি ) নাসির উদ্দীন সরকার । তিনি বলেন, মাটি কেটে ট্রলারে করে একটি ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলারে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে তারা ইঞ্জিন ঠিক করতে ছিল।
এসময় গাবখান নদী থেকে আসা গ্যাসবাহী একটি জাহাজ পিছন থেকে ডাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে থাকা ৬ জন শ্রমিক নদীতে সিটকে পড়ে।
স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে হাসান ও সাইফুল বেশি আহত হয়েছে। কিভাবে দুর্ঘটনা হয়েছে সেটি খতিয়ে দেখছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.