শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর আলম তার কার্যালয়ে নিয়মিত আসেন না। ফলে, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে মাহবুবুর আলমকে তার কার্যালয়ে না পেয়ে মুঠোফোনে কারণ জানতে চাইলে রাইজিংবিডির দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিনকে অকথ্য ভাষায় গালি এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
সাংবাদিক মোসলেম উদ্দিন বলেছেন, কিছু তথ্য জানার জন্য গত দুই সপ্তাহে কয়েকদিন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যাই। কিন্তু, প্রাণিসম্পদ কর্মকর্তাকে অফিসে পাইনি। তার অফিসকক্ষ তালাবদ্ধ দেখি। এ সময় অনেক সেবাপ্রত্যাশী মাহবুবুর আলমকে না পেয়ে ফিরে যান। বৃহস্পতিবার দুপুরেও তথ্য সংগ্রহের জন্য সেই কার্যালয়ে যাই। এদিনও তিনি অফিসে আসেননি। তার অফিসকক্ষে তালা ঝোলানো। ওই কর্মকর্তাকে ফোন দিয়ে বলি, আপনি আজও অফিসে আসেননি! এমন কথা বলার সাথে সাথে তিনি আমার ওপর চড়াও হয়ে বলেন, ফাজলামি করা বাদ দেন। কিসের সাংবাদিক আপনি, সাংবাদিকতা শিখায় দেবো আমি। আমি অফিস করি বা না করি আপনাকে কোনো কৈফিয়ত দিতে রাজি নই। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হবে।
সাংবাদিক মোসলেম উদ্দিনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জানতে চাইলে মাহবুবুর আলম অন্য সাংবাদিকদের বলেন, এটা আমার ভুল হয়ে গেছে। আমার মাথা ঠিক ছিল না। আমি অসুস্থ ছিলাম। আমাকে আপনারা মাফ করে দিন। আগামী রোববার আপনারা সবাই আমার অফিসে আসুন, চায়ের দাওয়াত রইল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.