মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর পাতিলা ফার্ম সংলগ্ন সীমান্ত থেকে বিজিবির মহেশপুর-৫৮ এর জোয়ানরা প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা রাতে সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় জীবননগর দত্তনগর পাতিলা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণেরবার পাচার হবে।খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাতিলা ঈদগাহ মাঠ এলাকায় অবস্থান করেন। বিকেল ৫টায় এক ব্যক্তি মোটর সাইকেল যোগে পাতিলা ঈদগাহ অতিক্রম করে ভারতীয় সীমান্তের দিকে যাচ্ছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। বিজিবি টহল দল মোটরসাইকেলযোগে তার পিছু ধাওয়া করে।
মোটরসাইকেলে বসে থাকা ব্যক্তির কোমরে জোরে টান দিলে কোমরে থাকা কাপড়ের তৈরি সাদা বেল্টটি খুলে বিজিবি টহল দলের হাতে চলে আসে। ওই ব্যক্তি বেল্টটি রেখেই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল বেল্টের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৫ কেজি ৪৭৮ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার করা এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা আরও জানান, অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.