মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দর্শনায় স্বামীর পাশবিক নির্যাতনের জ্বালা সহতে না পেরে স্ত্রী দর্শনা থানায় মামলা দায়ের করেছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বেগমপুর শৈলমারী গ্রামের আকবার আলীর স্ত্রী সহিদা খাতুন নুপুর(২৫) দর্শনা থানায় হাজির হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।নুপুর জানায়, আমার স্বামী প্রায় বাড়ীতে মারধর করত।আমি তেমন প্রতিবাদ না করলেও একসময় অকারণে খুটিনাটি বিষয়ে আমার উপর চড়াও হতো। বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেছি। এদিকে নুপুর মামলা করতে যাচ্ছে শুনে আকবর আলীর পিতা কাউন্টার হিসেবে এলাকার এক সাংবাদিকের সাথে যোগাযোগ করে।পরে সেই সাংবাদিক হিজলগাড়ী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করতে বললেও আকবরের পিতা মিজানুর রহমান তা না করে তড়িঘড়ি করে সন্ধ্যার পর দর্শনায় সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি নেয়।পরে দর্শনায় সম্মেলনে অভিযোগে বলেন,আমার ছেলে মো: সাহেব আলীর স্ত্রী মোছা: সহিদা ওরফে নূপূরের সহিত সংসার করা কালে বিগত ৪/৫ মাস পূর্বে অন্যথায় পরকীয়ায় লিপ্ত হয়। এ পরকিয়ার ঘটনা নিয়ে তাদের উভয়ের মধ্যে মনোমানিল্যের সৃষ্টি হয়। ফলে আমার ছেলে আকবর তার স্ত্রী সহিদা খাতুন ওরফে নুপুরকে মারধর করতো।
এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আকবর তার স্ত্রীকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় তার স্ত্রী নিজে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। সোমবার সন্ধা ৬ টা ৩৫ মিনিটে মামলা রেকর্ড হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.