মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো। মানববন্ধনে সভাপতিত্বে করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির ,পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ।পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির , যুগ্ম আহ্বায়ক কামাল শরিফ ,
ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলালীগ, কৃষক লীগ, তাতিলীগ,সেচ্ছাসেবক লীগ ,সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। খন্ড খন্ড মিছিল নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধনে যোগ দেন নেতাকর্মীরা ।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
প্রতিবার সমাবেশে বক্তারা বলেন বিএনপি ও জামায়াত জোট সরকার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ও গাড়ীতে গুলি করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'কে হত্যা করতে চেয়েছিল। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ঘৃণ্য এই হামলা চালানো হয়। নেতৃবৃন্দ এ ধরনের বর্বোচিত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তারেক জিয়াসহ সকল ঘাতকদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.