আজকের ক্রাইম টেক্স: নিজের ফেসবুকে জাতীয় শোকদিবসের অনুষ্ঠানের ছবি পোস্ট করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহিম। এর আগে, বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এ নোটিশ দেওয়া হয়।
কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাতদিনের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদককে জানাবেন।
শোকজ নোটিশে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করা না হলেও সংশ্লিষ্টরা বলছেন, ওই ফেসবুক স্ট্যাটাসের কারণেই শোকজ করা হয়েছে। জানা যায়, স্ট্যাটাসটি বিএনপি নেতা আবদুর রহিম তার ফেসবুক আইডি থেকে সরিয়ে নিয়েছেন।
হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজী মো. আব্দুর রহিম বলেন, আমি হাতিয়া রহমানি ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক। কেউ আমার ফেসবুক আইডি হ্যাক করে একটি স্ট্যাটাস দিয়েছিল। তবে আমি এখনো কোনো কারণ দর্শানো নোটিশ হাতে পাইনি। হাতে পেলে আমি উত্তর দেব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, এটা একটা সাধারণ বিষয়। তিনি সাতদিনের মধ্যে জবাব দিয়ে দিলে বিষয়টি শেষ হয়ে যাবে। কে এ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, সে ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.