জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এলাকায় একটি সিগারেট কোম্পানির অফিস থেকে প্রায় ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকার সিগারেট ডাকাতি হয়েছে এ ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাজ থেকে ডাকাতি হওয়া অধিকাংশ সিগারেট ও একটি ট্রাক জব্দ করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয় তিন ডাকাতকে গাজীপুর ও কামরাঙ্গীরচর এলাকা থেকে আজ ১৭ই আগাষ্ট বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। গ্রেফতাকৃত হলো, গলাচিপা থানার ছৈলাবুনিয়া গ্রামের ইয়াকুব মৃধা, নলুয়াবাগীর বাদুরা গ্রামের রুবেল ঢালী ও আমতলী উপজেলার উত্তর টিয়াখালি গ্রামের মো. মুছা।পুলিশ কমিশনার বলেন, গত ১৩ আগস্ট দিবাগতত রাত ১০টার দিকে ৯/১০ জনের একটি ডাকাত দল এয়ারপোর্ট থানা এলাকার জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড কোম্পানির অফিসে দায়িত্ব পালন করা নিরাপত্তারক্ষী ইমরান ও আনোয়ার হোসেনকে বেঁধে রেখে ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়।এ ঘটনায় জেটিআই ওয়ার হাউজের ইনচার্জ শফিকুল কাদের বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় লুণ্ঠিত অধিকাংশ মালামালসহ বহনকারী ট্রাক জব্দ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.