শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি : সারাদেশে ন্যায় দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিরামপুরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর বেদীতে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সকল সরকারি দপ্তর, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভা হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজান মন্ডলের সভাপতিত্বে সভা হয়েছে বিরামপুর ঢাকামোড় মিজান শপিং মলের সামনে।
বিকেল ৪ টায় এমপি শিবলী সাদিকের নেতৃত্বে বিশাল শোক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে শোক সভায় প্রধান অতিথির ভাষন দেন এমপি শিবলী সাদিক।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ্য আক্কাস আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ, যুবলীগের নেতৃবৃন্দু,ছাত্রলীগের সভাপতি রাজ্জাক,সাবেক ছাত্রনেতা নাসিম আনসারী, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদ্ক বেলাল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.