ঝালকাঠি প্রতিনিধি :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে সরকারি ও অন্যান্য কর্মসূচী প্রতিপালনের পাশাপাশি ১লা আগস্ট থেকে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারি এ নির্দেশনা অমান্য করেছে ঝালকাঠির নলছিটি উপজেলার সাবরেজিস্টার অফিসে ।
শোকের মাস আগস্টের ১৫ দিন অতিক্রম হলেও নামকরা এ প্রতিষ্ঠানে এখনো ড্রপডাউন ব্যানার লাগানো হয়নি। এ ঘটনা ব্যাপক সমালোচিত হয়েছে।
মঙ্গলবার ( ১৫ আগস্ট) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় সরকারি প্রতিটি অফিসে ড্রপডাউন ব্যানার দেখা গেলেও কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিতে কোন ব্যানার দেখা যায়নি।
এ বিষয়ে নলছিটির সাবরেজিস্টার এ.কে.এম সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঝালকাঠি জেলা সাবরেজিস্টার আবদুল বারী বলেন,সরকারি নির্দেশনা রয়েছে জাতীয় শোকের মাসে ব্যানার টানানো। কিন্তু কি কারণে তিনি ব্যানার টানায়নি সেটা আমি অবগত নই। সরকারি নির্দেশনা অমান্য করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.