ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।১৫ই আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে জেলা প্রশাসনের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ সুপার, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরসহ জেলা আওয়ামী ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে বিশেষ দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত ছিলেন আলহাজ্ব আমির হোসেন আমু, (এমপি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক ঝালকাঠি।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজার শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও ত্যাগ নিয়ে বক্তব্য প্রদান করেন। তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের ধিক্কার জানান।শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.