মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারপুর এলাকায় পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে ১৩ই অক্টোবর রবিবার একটার দিকে বাস ও মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাকালে ৯ টি মামলা ও ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
ঝালকাঠি জেলা প্রশাসনের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদর এসিল্যান্ড মোঃ সাইদুজ্জামান( হিমু) আর ডি সি অংচিং মারমা এবং বিআরটিএ পরিদর্শক অনিমেষ মন্ডল মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় তাদের সাথে ঝালকাঠি জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আরডিসি) অংচিং মারমা বলেন ঝালকাঠির জেলা প্রশাসক জনাব ফারাহ্ গুল নিঝুম স্যারের নির্দেশে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্টে ৯ টি মামলা রেকর্ডভুক্ত ও ৫ টি মুচলেকা সম্পাদিত হয়েছে। রেকর্ডভুক্ত মামলায় ৯ জন বাস ও মোটরসাইকেল চালককে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন বাস/মোটরযান চালানোর দায়ে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর ৫ জন চালককে আটকের পর মুচলেকামূলে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.