আজকের ক্রাইম ডেক্স
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। রোববার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়েন।
কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানান, রোববার বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
একটি সূত্র জানিয়েছেন, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হবে।
এদিকে সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী বলেন, ‘আমরা বিকেলে তার অসুস্থতার খবর পেয়েছি। তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকা আনা হচ্ছে। তবে কোন হাসপাতালে নেওয়া হচ্ছে কারা কর্তৃপক্ষ আমাদের জানায়নি।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.