মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের বিভাগীয় অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের ২৩ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার সাক্ষাৎকার, খতিয়ান বিশ্লেষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কনস্টেবল,নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ২০২৩ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস,দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা,পুলিশ লাইনের আরআই মোঃ আমিনুল ইসলাম। বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টেবল,নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৩১জন এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ১৩জন, সর্বমোট ৪৪জন পুলিশ সদস্যদের চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম এবং প্যারেড পরীক্ষা গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.