জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
বরিশাল উজিরপুরে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন চন্দ্র পাড় (৩০) ও হাসান বেপারী (২৮) নামে দুই মাদক ব্যাবসায়ীকেআটক করেছে পুলিশ।বুধবার (৯ আগস্ট) সকালে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার হারতা ইউনিয়নের হারতা বাজার থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে- হারতা বাজারের উত্তরপাড় রাখি মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন পালিয়ে যায় এবং দু’জনকে আটক করে পুলিশ। গ্রেফতার সুজন হারতা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের সুশীল চন্দ্র পাড়ের ছেলে ও হাসান একই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডর মরহুম আ: হামিদ বেপারীর ছেলে।এ ঘটনায় রাতেই উজিরপুর মডেল থানার এসআই তরুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১৫ হাজার নয় শ’ টাকা। জিজ্ঞাসাবাদে ওই মাদক করবারিরা দীর্ঘদিন মাদক কারবারে সম্পৃক্ততার দায় স্বীকার করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.