বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় চতুর্থ পর্যায়ের আশ্রয়নের ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও গৃহহীন ৩৫টি পরিবারের মাঝে ঘর হাস্তান্তর করেন। ৯আগস্ট বুধবার সকালে উপজেলা সদরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার ভুমি উম্মে ইমামা বানিন। ঘর হস্তান্তর অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইন,উপজেলা পরিবার পরিকল্পনা ব্যবস্তাপক ও মেডিকেল অফিসার ডাঃ অসীম রঞ্জন হালদার,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রাফিউল আলম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান,মোঃ তারিকুল ইসলাম হলুদসহ প্রমুখ। পরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩৫জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবী হস্তান্তর করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.